বলুয়ারদিঘীর পাড় পূজা পরিষদ ধর্মসম্মেলন

| শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:০৫ পূর্বাহ্ণ

নগরীর বলুয়ারদিঘীর পাড় পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে ১৩তম সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ধর্মসম্মেলন গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়। বলুয়ারদিঘীর পাড় পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক নন্দীরহাট শাখার ম্যানেজার মৃণাল কান্তি সূত্রধর। উদ্বোধক ছিলেন দি চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান ও বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিক। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রদীপ দত্ত। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান আলোচক ছিলেন ধর্মীয় বক্তা ও প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন দি চিটাগং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. নারায়ন চন্দ্র মজুমদার, রাজনীতিবিদ রফিকুল আলম (বাপ্পী)। স্বাগত বক্তব্য রাখেন বলুয়ারদিঘীর পাড় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলু চৌধুরী। উজ্জ্বল চক্রবর্তীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পার্বতী সংঘ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রণব দাশগুপ্ত, তপন সেনগুপ্ত, ‘ক’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি সিব্বির আহমদ বাহাদুর, অনুতোষ দত্ত, আশীষ আচার্য্য, নির্মল চক্রবর্তী, অনিক মল্লিক, জয় চৌধুরী, সুব্রত দে, আদিত্য চক্রবর্তী, বিজয় চৌধুরী, সুজন দেব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়অনাচার দূরীভূত হয়। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় কলাউজানে লোকনাথ উৎসব
পরবর্তী নিবন্ধ‘নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে ইসিকে কার্যকর ভূমিকা রাখতে হবে’