আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকার জীবনচিত্র নিয়ে তৈরি চলচ্চিত্র ‘বলী’। নগরীর চকবাজারস্থ বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছে সরকারি অনুদানের এই ছবি। আজ বুধবার সন্ধ্যা ৬টায় বালি আর্কেডের স্টার সিনেপ্লেক্সে আসছে ‘বলী’র টিম। চলচ্চিত্রের প্রধান অভিনেতা নাসির উদ্দীন খান, পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী, প্রযোজক পিপলু আর. খানসহ টিমের সদস্যরা দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ‘বলী’ সিনেমার পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বাঁশখালী উপজেলার বৈলছড়ির সন্তান। এই চলচ্চিত্রে চট্টগ্রামের নানা ঐতিহ্যের ছোঁয়া পেয়েছেন দর্শকরা। ছবির শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। কাহিনিও চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলীখেলাকে কেন্দ্র করে। সিনেমায় মূল ‘বলী’র চরিত্রে অভিনয় করা নাসির উদ্দীন খানও চট্টগ্রামের সন্তান। ছবিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার শিল্পিত ব্যবহার দর্শকদের আবেগতাড়িত করেছে। গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন সনদ পায় বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জেতা ‘বলী’। ছবিতে আরও অভিনয় করেছেন, প্রিয়াম অর্চি, ইতমাম, এনজেল। পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বলী আমার প্রথম সিনেমা। এটি বানানোর সময় আমাকে সবচেয়ে বেশি তাড়িত করেছে সমুদ্র। চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রঘেঁষা মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বলীখেলা ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। বলী হচ্ছে চট্টগ্রামেরই চলচ্চিত্র, বলীকে সফল করার দায়িত্ব চট্টগ্রামবাসীর।