বলিরহাটে র‌্যাবের উপর হামলাকারী ৪ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:১৩ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ায় অবৈধ কাঠ উদ্ধার অভিযানে র‌্যাব সদস্যদের উপর হামলাকারী চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা করা হয়েছিল। এতে চারজন র‌্যাব সদস্য ও দু’জন বন বিভাগের কর্মী আহত হন। হামলার পরপরই রোববার (১১ জুলাই) দুপুরে হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাবের টিম। রাত পর্যন্ত অভিযান চালিয়ে হামলার চার মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। গ্রেপ্তার চার জন হলেন মো. ফোরকান (২১), আব্দুস সাত্তার (৬৪), রাকিব (১৯) এবং শামশেদ আলম (৩২)। তাদের গ্রেপ্তারের পাশাপাশি ঘটনাস্থল থেকে আনুমানিক ৮ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, বাকলিয়ার বলিরহাট এলাকায় অবৈধভাবে সংগ্রহ করা কিছু মূল্যবান কাঠ মজুদ করা হয়েছে বলে তথ্য পায় র‌্যাব। বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে প্রথমে বিষয়টির সত্যতা যাচাই করা হয়। সত্যতা পেয়ে বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে দুপুর ২টার দিকে অভিযানে যায় র‌্যাবের টিম। অভিযান শুরুর সঙ্গে সঙ্গে অবৈধভাবে কাঠ পাচার ও বিক্রির সঙ্গে জড়িত টিটু ও নিজাম বলিরহাটে বায়তুল জামান জামে মসজিদের মাইকে ঘোষণা দেন- এলাকায় ডাকাত এসেছে। সবাই জড়ো হন। এ সময় এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে অতর্কিতে হামলা করে। এসময় সিভিলে থাকা র‌্যাব-৭ এর ৪ সদস্য মনজুরুল (৩৫), সরোয়ার (৩৬), তৌহিদ (২৮) ও হাসান (২৭) আহত হন। ভাঙচুর করা হয়েছে র‌্যাবের একটি গাড়িও। তাদেরকে নিবৃত করার লক্ষ্যে ফরেস্ট সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। খবর পেয়ে আমাদের আরও সদস্য ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধ করে দেওয়া হলো রোয়াজারহাট পশুর বাজার
পরবর্তী নিবন্ধব্যাংকে লেনদেন বৃদ্ধি গ্রাহকদের দীর্ঘ লাইন