বলিভিয়ায় ব্যর্থ অভ্যুত্থান, সেনাপ্রধান গ্রেপ্তার

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বলিভিয়ায় বুধবার দেশটির সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

অভ্যুত্থান প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে আটক করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লুইস আর্সে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার নিন্দা করে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

রয়টার্স জানিয়েছে, বুধবার জেনারেল হুয়ান হোসে জুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর কয়েকটি ইউনিট রাজধানী লা পাসের কেন্দ্রীয় চত্বর প্লাসা মুরিয়োতে জড়ো হয়, এই স্কয়ারটিতেই দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও কংগ্রেস এর অবস্থান। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক দেখেছেন, একটি সাঁজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদের একটি প্রবেশ পথ ধাক্কা দিয়ে খুলে ফেলেছে আর সৈন্যরা ভেতরে প্রবেশ করছে। কিন্তু সন্ধ্যার দিকে সশস্ত্র বাহিনী প্রেসিডেন্ট প্রাসাদ থেকে চলে যায়। সশস্ত্র সেনারা প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে থাকা অবস্থায় আর্সে বলেন, ‘আজ দেশ একটি অভ্যুত্থান প্রচেষ্টার সম্মুখীন। আজ দেশটি আবারও গণতন্ত্রকে ছোট করার স্বার্থের মুখোমুখি হয়েছে। আজ বলিভিয়ার জনগণকে ডাক দেওয়া হচ্ছে। বলিভিয়ার জনগণের সংগঠিত হওয়া ও গণতন্ত্রের সমর্থনে অভ্যুত্থান প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে এগিয়ে আসা দরকার।’ এর কয়েক ঘণ্টা পর রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক দেখেন, সেনারা রাজধানীর কেন্দ্রীয় চত্বর ছেড়ে যাচ্ছে, এরপর পুলিশ ওই প্লাজাটির নিয়ন্ত্রণ নেয়। বলিভিয়ার কর্তৃপক্ষ জুনিগাকে গ্রেপ্তার করে সরিয়ে নিয়েছে। তবে তাকে কোথায় নেওয়া হয়েছে তা পরিষ্কার হয়নি। সমপ্রতি জুনিগাকে সামরিক বাহিনীর কমান্ডারের পদ থেকে সরানো হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প এলে বাড়বে মূল্যস্ফীতি
পরবর্তী নিবন্ধসকালে হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার