অভিনেত্রী জয়া আহসান টালিউড থেকে বলিউড– প্রায় সবখানেই কমবেশি বিচরণ তার। এবার মুম্বাইয়ের মঞ্চে একপাশে মন্দিরা বেদী, আরেকপাশে জয়া আহসান– কে বলবে একসময়ের ‘ডিডিএলজে’ তারকা আর ‘দেবী’খ্যাত অভিনেত্রী দুই ভুবনের বাসিন্দা! মুম্বাইয়ের এক অনুষ্ঠানে দুজনেই যেন এক সুরে বললেন ‘মা’ শব্দটার গভীরতা নিয়ে। হ্যাঁ, বলিউডের নামকরা একটি কোম্পানির আয়োজনে একমঞ্চে দেখা গেল দুই তারকাকে। খবর বাংলানিউজের।
জয়ার হাতে তখন তার নতুন সিনেমা ‘ডিয়ার মা’র গল্প। পাশে বসে থাকা মন্দিরা শুনলেন মনোযোগ দিয়ে। এই ইভেন্টেই জয়াকে বলতে শোনা যায়, ‘মাতৃত্ব কেবল রক্তের সম্পর্ক নয়, এটা এক আবেগের যাত্রা।
অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’–এ পঙ্কজ ত্রিপাঠীর মতো স্বনামধন্য অভিনেতার সঙ্গে অভিনয় করা জয়া এখন আর বলিউডের অতিথি নন, বলছেন অনেকে। বরং বলিউড তাকে নিয়ে এখন ভাবছে, লিখছে চিত্রনাট্য, খুঁজছে নতুন গল্প। মুম্বাইয়ের ইভেন্টে জয়া আহসানের নীল শাড়ি, সাবলীল উচ্চারণ আর সংবেদনশীল বক্তব্য শুনে অনেকেই বলছেন, এটাই নাকি ছিল ‘ডিয়ার মা’র নীরব প্রোমোশন। এক ঢিলে দুই পাখি!












