বলিউড অভিনেতার জীবনাবসান

| মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। গত তিন দশক হিন্দি সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন ‘টু স্টেটস’ খ্যাত এই তারকা। গত রোববার তার মৃত্যু হয়েছে। শিব কুমারের বন্ধু অভিনেতা আয়েশা রাজা তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আর কী বলব আমার বন্ধুৃশান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে’। খবর হিন্দুস্তান টাইমস। খবর বাংলানিউজের।
সোমবার মুম্বাইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানে এই তারকার শেষকৃত্য সম্পন্ন হয়। এখনো তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পরিচালক বীণা সারওয়ার জানান, দুইমাস আগে ১৬ বছর বয়সে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যায় শিব কুমার সুব্রহ্মণ্যমের একমাত্র সন্তান দিব্যা। হয়তো সেই শোকেই তিনি নিজেও চলে গেলেন না ফেরার দেশে।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধঈদে মুক্তি পাচ্ছে জিতের ‘রাবণ’