বর্ষা নিয়ে যত কথা

সামশুল আরেফিন | শনিবার , ১৮ জুন, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

গত কয়েকদিনের বৃষ্টির কারণে অনেকে সদ্য স্নাত হৃদয় দিয়ে আজকের বর্ষাকে বরণ করেছে। অনেকের মাঝে বিনিময় হয়েছে কদম ফুল। রবী ঠাকুরের ভাষায়-“বাদল দিনের প্রথম কদম ফুল—-।” ভালোবাসায় সিক্ত যারা তারা বলেছে-“হে বৃষ্টি তুমি এমনভাবে পড়োনা, যেন আমার প্রিয়া আসতে না পারে।

আবার ও আসার পরে এমন ভাবে পর যেন সে যেতে না পারে।” আবার জসীম উদদীনের “আসমানি” দের আকাঙ্ক্ষাটা ভিন্ন। বর্ষা তাদেরকে কাঁদায়। কারণ তাদের “বাড়ীতো নয় পাখীর বাসা বেন্না পাতার ছানী, একটুখানী বৃষ্টি হলে গড়িয়ে পরে পানি।” আসমানিরা কখনো বা পাহাড় ধ্বসে মরে বর্ষায়। সুতরাং বর্ষা তাদের বান্ধব নয়।

বর্ষায় প্রকৃতি সদ্য স্নাতা রমনীর মত ভেজা রূপ নিয়ে দাড়িয়ে থাকলেও কৃষককুলের মন কাড়তে পারেনা মোটেও। ফসল তলিয়ে যাবার ভয়ে তারা সর্বদাই থাকে অস্তির। আর নগরবাসী? একটু বর্ষণেই জলবন্দী। বর্ষার এহেন নঞর্থক গুণ অনেক মানুষকে কাঁদালেও সদর্থক দিক হল কবি মনকে করে অনুপ্রাণিত। সৃষ্টি করে কাব্য। সাহিত্য ভাণ্ডারকে করে সমৃদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধঅভিমান
পরবর্তী নিবন্ধসময় গেলে সাধন হবে না