বর্ষা নামলে তুমি যেন
একটু বেশি কাছের হয়ে যাও
তোমার গন্ধ মাখা বাতাস অনুভূত হয়
বৃষ্টির প্রথম ফোঁটার মতো
অচেনা অথচ চির পরিচিত।
জানালায় বর্ষণ শব্দ
মনের ভেতর বৃষ্টির জোয়ার
তোমার অনুপস্থিতির সুরে
মনে বাজে এক নীরব সেতার।
চায়ের কাপে ডুবো ডুবো বিকেল
যেন সন্ধ্যাটা নামবে বৃষ্টির মতো।
এমনই হয় বুঝি প্রেম
যার ভাষা নেই ব্যাখ্যা নেই
শুধু আকুতি ভরা মেঘলা বিকেল
আর অন্তরে আনন্দের ভেজা উচ্ছাস
যার নাম – তুমি
বর্ষাকে আমি তাই বলে জানি।