বর্ষা আমাদের জীবন সমপ্রাসঙ্গিক

হাটখোলা ও দুপুরলতার আয়োজনে বক্তারা

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

হাটখোলা ও দুপুরলতা ছোট কাগজ আয়োজিত কবিতায় বর্ষাযাপন অনুষ্ঠান গত ২৯ জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারী মিলনায়তনে কবি খুরশিদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন হাটখোলার নির্বাহী সদস্য নুরুল আরশাদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দুপুরলতা সম্পাদক কবি রিজোয়ান মাহমুদ। কবি জিন্নাহ চৌধুরী ও আবৃত্তিশিল্পী প্রতীমা দাশের যৌথ সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বরচিত কবিতা পাঠে অংশনেন কবি খুরশীদ আনোয়ার, শুকলা ইফতেখার, অধ্যাপক হোসাইন কবির, রিজোয়ান মাহমুদ, হাফিজ রশিদ খান, বিশ্বজিৎ চৌধুরী, বিজন মজুমদার, আকতার হোসাইন, আশীষ সেন, আলী প্রয়াস, তাপস চক্রবর্তী,অনুপমা অপরাজিতা, শারদ মাজহার, মাহবুবা চৌধুরী, দিলীপ কীর্তিনিয়া, সারাফ নাওয়ার, স্বপন মাহমুদ, মঈনুল আমিন, সিমলা চৌধুরী, তৌফিকুল ইসলাম,আজিজ কাজল,তারিফা হায়দার, আসিফ ইকবাল প্রমুখ ।এতে আবৃত্তিতে অংশগ্রহণ করেন প্রমার সভাপতি রাশেদ হাসান, দেবাশীষ রুদ্র। সঙ্গীতে অংশগ্রহণ করেন উত্তম কুমার দাশ, দীপঙ্কর দে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাটখোলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কবি ইউসুফ মুহম্মদ। সভায় বক্তারা বলেন,বর্ষা আমাদের জীবনে যেমন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঠিক তেমনি কবিতা,গানে বর্ষা তার অনন্য সৃষ্টিতে ভাস্বরিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণঅভ্যুত্থান নিয়ে বিভাজনের রাজনীতি মেনে নেবে না জনগণ
পরবর্তী নিবন্ধনীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা