বর্ষার সৌন্দর্য দেখতে পর্যটকে মুখরিত খাগড়াছড়ি

সমির মল্লিক, খাগড়াছড়ি

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ঈদ আযহার ছুটিতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছে পর্যটকরা। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য দেখতে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সী মানুষ পর্যটনকেন্দ্রমুখী হচ্ছেন। সবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা। বর্ষার চির চেনা এই রূপ পর্যটকদের মুগ্ধ করছে। বৃষ্টির পর সবুজ পাহাড় পর্যটকদের কাছে প্রধান আর্কষণ। ঈদের ছুটিতে আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝরনাসহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকের পদভারে মুখরিত। বর্ষায় পর্যটকদের কাছে বাড়তি আর্কষণ নয়নাভিরাম পাহাড়ি ঝরনা। পাহাড়ে বেড়াতে এসে মুগ্ধ পর্যটকরা।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক নিশি বড়ুয়া বলেন, আমরা এখানে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরেছি। খুব ভালো লেগেছে। বিশেষ করে বৃষ্টির পর আলুটিলার অসাধারণ ভিউ। এখানকার প্রতিটি পর্যটন কেন্দ্র মুগ্ধ করার মতো। বৃষ্টিতে খুব উপভোগ করেছি।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক আরিফ আদনান বলেন, আমরা ৪ দিনের ভ্রমণে এসেছি। খাগড়াছড়ি থেকে সাজেক যাব। বর্ষার এমন রূপ আগে কখনো দেখিনি। অনেক দিন পর বৃষ্টিতে ভিজেছিলাম। দারুণ অনুভূতি। পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। আজ শনিবার পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা তাদের। তারা বলছেন সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার পর্যন্ত এমন ভিড় থাকতে পারে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টহল দেয়া হবে। দুর্গম এলাকার পর্যটন কেন্দ্রে গিয়ে কোন সমস্যায় পড়লে মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক নিশাত রায়। তিনি বলেন, বিভিন্ন্‌ পর্যটন স্পটে আমাদের ট্যুরিস্ট পুলিশের টিম রয়েছে। তারা নিরাপত্তা দিবে। এছাড়া যারা দুর্গম এলাকায় যাবে তারা যদি কোন সমস্যায় পড়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব ধরনের সহায়তা দিব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বিশ্ব সংগীত দিবস
পরবর্তী নিবন্ধব্যক্তিগত রাজনীতির সাথে উপজেলার কর্মকাণ্ডের কোনো সম্পর্ক থাকবে না