শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত বলেছেন, বাংলা সাহিত্যের প্রাচীনকাল থেকে বিভিন্ন কবি সাহিত্যিক শিল্পীগণ বর্ষাকে নানাভাবে কবিতা, গল্প, উপন্যাস ও গানে চিত্রিত করেছেন আবেগে, ভালোবাসায়, আনন্দে, বেদনায়। বর্ষার রূপ, মাধুর্য প্রতিফলিত হয়েছে তাঁদের সৃষ্টিকর্মে। এসব সৃষ্টিতে যেমন আছে ভালোলাগার বিষয়, তেমনি আছে বেদনামথিত হৃদয়ের হাহাকার।
তিনি গত শনিবার আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির ‘কবিতা গানে বর্ষাবরণ’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখছিলেন। সংগঠনের সভাপতি কবি সেলিম তালুকদারের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত এ আসরে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী এবং বাচিকশিল্পী আয়েশা হক শিমু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সপাদক তানভীর হাসান বিপ্লব। বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি চন্দক বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অরূপ কুমার বড়ুয়া, সালাম সৌরভ, সাংগঠনিক সম্পাদক জাহেদ কায়সার,কবি পারভিন আক্তার। দিলরুবা খানম রুবা ও তহুরা পিংকির সঞ্চলানায় কবিতা–গানে অংশগ্রহণ করেন কবি–গল্পকার জিন্নাহ চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, বিচিত্রা সেন, মহসিন চৌধুরী, কামাল পারভেজ, সোহেল মাহরুফ, ইফতেখার মারুফ, কবি শুক্কুর চৌধুরী, শওকতুল ইসলাম, গৌতম কানুনগো, মাহবুবা চৌধুরী, সাইদুল হক, শাহী মোহাম্মদ ইলিয়াস, কামাল উদ্দিন, সোমা মুৎসুদ্দি, সিমলা চৌধুরী, সৌভিক চৌধুরী, মিতা দাশ, শিমলী দাশ, বনানী শেখর, নূপুর দাশ, জুয়েল দ্বীপ, মৌ চৌধুরী।
অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন মিতালী সংগীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।