মূর্খরা বৃষ্টির রাতে প্লাবনের পথ ধরে
যখন জেগেছে চর আমাদের পোড়া ঘাটে
স্মরণীয় শিহরণে তন্দ্রার তুমুল ঘোর…
বজ্রপাতের শব্দে ও শঙ্কায় জানালার
কাচ কেঁপে কেঁপে ওঠে; মানুষের ঘোর
কেটে যায় লহমায়- যখন শব্দও
সংগীত তন্ময় ছিলো সে সন্ন্যাস রাতে।
খুব নৈকট্যের ফলে নেমে আসে তাই
অপরূপ অবসাদ, বৃষ্টিতে বিস্তারপ যার নাম
হতে পারে হাহাকারী।
আমাদের যেদিনে আয়োজন বহমান
বারিপাতে মগ্নতায় ডুবে ডুবে যায়
সেই পিপাসার কাছে তবু হায় বার বার
ফিরে যেতে হয়…