বর্ষার আগেই সড়ক সংস্কারে জোর দেয়ার আহবান ভারপ্রাপ্ত মেয়রের

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর বর্ষার আগেই নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করার আহবান জানিয়েছেন। গত শুক্রবার তিনি নগরীর ৪০ নং উওর পতেঙ্গা ওয়ার্ডস্থ ৭ নম্বর খালের উপর ব্রিজ নির্মাণ ও কার্পেটিং কাজের পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভারপ্রাপ্ত মেয়র বলেন, বর্ষার আগেই সড়ক সংস্কারের কাজ দ্রুতগতিতে শেষ করতে হবে। সড়ক নির্মাণের চেয়ে সংস্কারে ব্যয় অনেক কম হলেও এর সুফল অত্যন্ত ব্যাপক হওয়ায় নগরীর সবগুলো গুরুত্বপূর্ণ সড়ক বর্ষার আগেই সংস্কার করতে হবে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহিনুর বেগম,প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, তৌহিদুল আলম, ফয়সাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে চোলাই মদসহ আটক ১
পরবর্তী নিবন্ধওয়াইডাব্লিউসিএর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন