বর্ষাবরণে আবৃত্তি ও গানের মেলবন্ধন

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১০:০৫ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমির গ্যালারিতে বর্ষা নিবেদিত আবৃত্তি ও গানের অনুষ্ঠান বাদলা দিনে মনে পড়ে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী সাইমুম মুরতাজা। সভাপতিত্ব করেন আবৃত্তিকার আরমানউজ্জামান। প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির অধ্যাপক মেজর (অব.) ডা. এস এম মাহবুবুল কদির। তিনি বলেন, এই সময়ে যখন তরুণ প্রজন্ম মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অতিমাত্রায় আসক্ত, তখন তাদের এমন একটি শৈল্পিক আয়োজনে অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। তিনি অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন, শিশুদের মানসিক বিকাশের জন্য এ ধরনের সাংস্কৃতিক পরিবেশ জরুরি, অন্যথায় তারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ঝুঁকিতে পড়তে পারে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ফিরোজ চৌধুরী, প্রেসিডেন্সি স্কুলের ভাইস প্রিন্সিপাল মাঈন উদ্দিন জাহেদ। অতিথিবৃন্দ আবৃত্তি ও সংগীতের মাধ্যমে ভাষা ও সংস্কৃতির শুদ্ধচর্চার ওপর গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্য রাখেন শব্দচারী আবৃত্তি অঙ্গনের প্রতিষ্ঠাতা সদস্য আবৃত্তিশিল্পী শাওকী ইবনে সাফওয়ান। একক আবৃত্তি পরিবেশন করেন রাশেদ মুহাম্মদ, শাওকী ইবনে সাফওয়ান, ওয়াসিম মোহাম্মদ, ফাহাদ আনজুম, এস এম হামিদ, গিয়াস উদ্দিন আল মামুন, ইসলামুল হক তুষার, নাহিম নুপুর এবং নাহিদা নাজু।

অনুষ্ঠানে রাশেদ মুহাম্মদের গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশিত মন মোর মেঘের সঙ্গী শীর্ষক বৃন্দআবৃত্তি, দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন আরমানউজ্জামান ও সায়মা ইবনাত, সাইমুম মুরতাজা ও আকলিমা খানম। সংগীত পরিবেশন করেন ঋতু দত্ত, দীপা ঘোষ, নক্বিব এবং অনুস্বার কালচারাল স্কুলের ক্ষুদে শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ডবলমুরিং থানা শাখার সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধপিজা’র প্রথম কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ