সবুজ গাছে ধূসর পাতা মরছে রোদে জ্বলে
গ্রীষ্ম শেষে বর্ষা এলো জলের ডানা মেলে
আকাশগাঙে মেঘের ভেলা গুড়গুড়িয়ে চলে
ঝমঝমিয়ে পড়ল ঝরে তৃষিত মা‘র কোলে
বৃষ্টি আর রোদের হাসি খেলছে লুকোচুরি
কত পথিক ভিজে চুপসে খাচ্ছে গড়াগড়ি
অরণ্যের দুচোখ সাজে সজীব প্রাণে মেতে
কদম–কেয়া রূপ দেখিয়ে মনটা নেয় লুটে
জলকোরাসে মাছের নাচে পাড়া–গাঁয়ের জেলে
কই–মাগুর, শিং–পুটিতে ভালোই দিন চলে
ঝুম বর্ষা যখন আসে কর্মহীনের দুখে
ভাগ্যলিপি উপহাসের নামতা লিখে রাখে
বসতবাড়ি রাস্তাঘাট বানের জলে ভাসে
বানের সাথে কালকেউটে কিলবিলিয়ে আসে
শঙ্কা জাগে বিষের ফণা ছোবল বুঝি দেবে
রোগে ও শোকে, বিপদে কত জীবনবাতি নেভে
হিসেব তার রাখে না কেউ, কে সেই খোঁজ নেবে?