বরণডালা আজ সুশোভিত
নব পত্র পুষ্প পল্লবে,
নতুন রবির অগ্নি স্নানে
ধরণী যে শুচি হবে।
এসো হে নবীন আজ
মৃদু পায়ে মহা গৌরবে,
সংকীর্ণতার ঊর্ধ্বে তোলো
প্রেমের সুমধুর সৌরভে।
মঙ্গলবার্তা দাও ছড়িয়ে
মঙ্গল শোভার সাজে
কর্মস্পৃহা দাও বাড়িয়ে
সকল কাজের মাঝে।
ঘুচে যাক মনের দৈন্যতা,
মুছে যাক যত গ্লানি
আলোকিত হোক ভুবন,
প্রীতি ও সমপ্রীতি মানি।
পুরাতন শোক ডুবে যাক
নতুন আলোর স্রোতে ,
ব্যর্থতার গ্লানি বিলীন হোক
সিদ্ধি সফলতার পথে।
নতুন বর্ষ বয়ে আনুক হর্ষ
জাগুক প্রেমের কোমল স্পর্শ।
এসো হে বৈশাখ এসো ধরায়
শীতল স্পর্শ দাও দারুণ খরায়।