ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন প্রতিষ্ঠার ৩৯ বছর পূর্ণ করে আজ ৪০ বছরে পা দিল ক্বণন। আগামী ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৫:৩০ টায় চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন ৩৯ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানসূচিতে রয়েছে– আলোচনা এবং বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত শিল্পী এবং ক্বণন সদস্যদের একক, বৃন্দ আবৃত্তি ও সংগীত পরিবেশনা।
এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি, দৈনিক কালের কন্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, কোলকাতার খ্যাতিমান আবৃত্তি শিল্পী শাশ্বতী গুহ এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব, দৈনিক আমার দেশ সংবাদপত্রের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। ক্বণন সভাপতি ও আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকার ৩৯ বছর পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
১৯৮৬ সালের ১ জানুয়ারি ক্বণন’র প্রতিষ্ঠাতা কর্ণধার সভাপতি ও আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকারের তত্ত্বাবধানে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন সাংগঠনিক যাত্রা শুরু করে। আজ ৩৯ বছর পূর্তি এবং ৪০ বছরে পদার্পণ করলো ক্বণন। ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন চট্টগ্রামে আবৃত্তি শিল্পের একটি পথিকৃৎ সংগঠন। কেবল আবৃত্তি শিল্পেই নিবেদিত ছিল ক্বণন’র ৩৯ বছরের শ্রমনিষ্ঠ সাধনা। বাংলা ভাষার শুদ্ধতম উচ্চারণকে নিশ্চিত করার লক্ষ্যে নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে এই আবৃত্তি সংগঠন। এই ৩৯ বছরে ক্বণন চার সহস্রাধিক শিক্ষার্থীকে আবৃত্তি প্রশিক্ষণ প্রদান করেছে। আবৃত্তি শিক্ষার্থীদের তাত্ত্বিক ও প্রায়োগিক শিক্ষা প্রাপ্তির সুবিধার্থে ক্বণন নিয়মিতভাবে কর্মশালার আয়োজন এবং আবৃত্তি বিষয়ক প্রকাশনা প্রকাশ করে যাচ্ছে। আবৃত্তি শিক্ষার্থীদের মান যাচাইয়ে নিয়মিত আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করে থাকে এই সংগঠন। শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার আয়োজন করেছে ৭৬টি, কাজী সব্যসাচী, গোলাম মুস্তাফা, নরেন বিশ্বাস, শামসুর রাহমান, প্রদীপ মজুমদার, কবিতা চট্টগ্রাম ইত্যাদি নামাঙ্কিত আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে ২৬টি, বৃন্দ আবৃত্তি ৬৭টি এবং অন্যান্য অনুষ্ঠান প্রযোজনা করেছে ৭৯টি। শিল্পীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে মহড়া কক্ষে একক আবৃত্তি আয়োজন করে ৭টি। আবৃত্তি বিষয়ক সেমিনারের আয়োজন করে ২টি। ক্বণন’র অগ্রযাত্রার ২০, ২৫, ৩০ বছর, তিন যুগ অতিক্রমণকে স্মরণীয় করে রাখার জন্য ৪টি আবৃত্তি উৎসবের আয়োজন করে। ক্বণন’র রজত জয়ন্তী উৎসবে ব্বণন–কাজী সব্যসাচী–এ কে খান আবৃত্তি পৃরস্কার প্রবর্তন এবং এ পর্যন্ত ২ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।