বর্ধিত ট্যারিফ আদায় না করার আহ্বান

নৌপরিবহন মন্ত্রণালয়ে বন্দর কর্তৃপক্ষের চিঠি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

বেসরকারি আইসিডি এবং সিএফএস নীতিমালা অনুযায়ী গঠিত কমিটির অনুমোদন ব্যতীত বেসরকারি আইসিডি মালিকদের সংগঠন বিকডা কর্তৃক বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বর্ধিত ট্যারিফ আদায় না করার জন্য বন্দর কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে বন্দর কর্তৃপক্ষ এক জরুরিপত্রে এই আহ্বান জানায়।

বন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, বন্দর ব্যবহারকারী বিভিন্ন শিপার, কনসাইনি, এমএলও, শিপিং এজেন্ট এবং ফরওয়ার্ডারদের কাছ থেকে আজ ১ সেপ্টেম্বর থেকে বর্ধিতহারে ট্যারিফ আদায়ের সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু প্রচলিত নীতিমালা অনুযায়ী ট্যারিফ নির্ধারণের জন্য একটি কমিটি রয়েছে।

উক্ত নীতিমালায় বলা হয়েছে, কমিটি বেসরকারি আইসিডি এবং সিএফএস২০১৬ নীতিমালা অনুযায়ী বিভিন্ন শিপার, কনসাইনি, এমএলও, শিপিং এজেন্ট এবং ফ্রেইট ফরওয়ার্ডার থেকে আদায়যোগ্য ট্যারিফ নির্ধারণ করবে যা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়ে কার্যকর হবে।

বন্দর কর্তৃপক্ষের চিঠিতে বলা হয় যে, তাই যেকোনো ট্যারিফ বৃদ্ধির পূর্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা মূলে ব্যবস্থা গ্রহণ করা বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে বেসরকারি ডিপোসমূহ কর্তৃক অনুসরণ করা হয়নি।

কমিটির অনুমোদন ব্যতীত বেসরকারি ডিপোসমূহ কর্তৃক বিভিন্ন শিপার, কনসাইনি, এমএলও, শিপিং এজেন্ট এবং ফ্রেইট ফরওয়ার্ডার থেকে বেআইনি ও নিয়ম বহির্ভূতভাবে যাতে বর্ধিত হারে ট্যারিফ আদায় না করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি স্টেকহোল্ডার কনসালটেশন সভা আয়োজন করার উপর গুরুত্বারোপ করে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়কে জানিয়েছে, আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হলে ব্যবহারকারীদের ভোগান্তি ও ব্যবসার ক্ষেত্রে অযথা বোঝা কমবে। একইসঙ্গে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে সুবিধা হবে। কমিটির অনুমোদন ব্যতীত যাতে বর্ধিত চার্জ আদায় করা না হয় সেই নির্দেশনা প্রদানের জন্যও চিঠিতে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন দেড় শতাধিক
পরবর্তী নিবন্ধসাথী উদয় কুসুম বড়ুয়া বিএনপি থেকে বহিষ্কার