বর্তমান সরকার শিক্ষাকে যুগোপযোগী করে যাচ্ছে

সাতকানিয়া মডেল হাই স্কুলের সভায় আবু সুফিয়ান

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রাজনীতিবিদ আবু সুফিয়ান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে যুগোপযোগী কাজ করে চলেছে। জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিকতার দিক দিয়ে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক দায়িত্ব সম্পন্ন নাগরিক হতে হবে। আর এজন্য পাঠদানের সঙ্গে এসব বিষয়ে শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করার দায়িত্ব শিক্ষকদের। গত শুক্রবার সাতকানিয়া মডেল হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক সৈয়দ মাহফুজ নবী খোকন, মোজাম্মেল হক চৌধুরী, সদস্য রুপ কুমার নন্দী খোকন, আবুল কালাম, রফিকুল হক দিপু, মাহবুব আলম, আমির উদ্দীন চৌধুরী, আরাফাত উল্লাহ, আবদুল হালিম, মাস্টার ফরিদ আহমদ, মো. ইদ্রিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন
পরবর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রঁসেজে ‘প্যাস্টোরাল’ শিল্প প্রদর্শনীর উদ্বোধন