সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, পরিবার হারিয়ে নিজের জীবন বাজি রেখে রাজনীতিতে আসা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলার মানুষকে পরিবার হিসেবে নিয়েছে বলেই তাঁর নেতৃত্বে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এযাবতকালে বাংলাদেশে যত সরকার এসেছে তাদের মধ্যে তিনি সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বিশ্বে প্রভাবশালী নারী প্রধানমন্ত্রী। তাঁর শাসনামলে দেশে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় আবারও দরকার শেখ হাসিনার সরকার।
তিনি গতকাল বুধবার লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নে বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন। প্রকল্পগুলো হচ্ছে সুখছড়ি স্কুল সড়ক উদ্বোধন, দক্ষিণ পূর্ব আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন, পূর্ব মুহুরী পাড়া হতে জাফর চেয়ারম্যানের ঘাটা পর্যন্ত, রাজঘাটা কানুনগো পাড়া সড়ক উদ্বোধন, মল্লিক সোবাহান নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্বোধন, উত্তর পশ্চিম আমিরাবাদ টংকাবতী মুখ হতে খিয়াজুর পাড়া সড়কের টংকাবতী খালের উপর ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন, আমিরাবাদ ইউপির নতুন শহীদ মিনার উদ্বোধন। শেষে আমিরাবাদ ইউনিয়ন পরিষদে ভিজিডি এবং ইফতার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান, জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এম এ ইউনুচ, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, আব্দুল হামিদ বেঙ্গল, চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, জহির উদ্দিন, রফিক আহমদ চৌধুরী, আব্দুল জাব্বার, নুরুল হক নুনু, ফজলে এলাহী আরজু, আব্দুল হান্নান ফারুক, মিজানুর রহমান মিজান, আসিফুর রহমান চৌধুরী, আদিল চৌধুরী, ওবায়দুল হক, দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ জোবাইর, আকরাম হোসেন আসলাম, বোরহান সোবহান, মোহাম্মদ আরিফ, আব্দুল আল হারুন সায়দী, আরফাত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












