বর্তমান সরকার উন্নয়ন ও জনবান্ধব সরকার

বাঁশখালীতে প্রকল্প উদ্বোধনে এমপি মোস্তাফিজ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ছনুয়া বাজার থেকে আরবশাহ বাজার ও মৌলভী আশরাফ আলী সড়ক, ছনুয়া কাতেবী জামে মসজিদ ও ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা নতুন ভবন উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. জিল্লুল করিম শরীফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নকামী সরকার। আজ ছনুয়াতে মাওলানা আশরাফ আলী আলেক শাহ সড়ক ৫ কোটি ৮৬ লাখ, ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ছনুয়া কাদেরীয়া স্কুল ভবন এবং নবনির্মিত ভবন ছনুয়া কাতেবী মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধনের মাধ্যমে সেটা আবারো প্রমাণিত হল।
এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর, মোহাম্মদ আলমগীর, নুরুল আবছারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনিউমুরিং এলাকায় সোয়াত জাহাজের আদলে স্মৃতিসৌধ নির্মাণের দাবি
পরবর্তী নিবন্ধসবুজ তারুণ্যের স্বাধীনতা উৎসব