চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করছে। তারই ধারাবাহিকতায় চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এলাকার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ফলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের সংকট নেই। বছরের প্রথমদিন নতুন বই বিতরণ, উপবৃত্তি প্রদানসহ শিক্ষা সহায়ক প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করায় প্রতিটি শিশু স্কুলমুখী হয়েছে। তিনি গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট বঙ্গবন্ধু একাডেমিক ভবন, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশুয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়মী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল বশর ভুঁইয়া, বলরাম চক্রবর্তী, চেয়ারম্যান নুরুল ইসলাম, শাহেদ কাজেমী, মোহাম্মদ নুরুল আবছার, এড. সিরাজুদ্দৌলাহ, খায়রুল জামান সোহেল, দিদারুল হক দস্তগীর, আ. লীগ নেতা শফিউল আজম চৌধুরী, কেশুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু হেনা ফারুকী, শের আলী মাস্টার, জয়নাল আবেদীন, অধ্যাপক আব্দুল আলিম, কাজী রুমি, সিরাজুল কাফি চৌধুরী, বাবু, সুকান্ত, নিশান, খোরশেদ, সাইদ, আশেক, সাজ্জাদ প্রমুখ। এ সময় প্রধান অতিথি সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় চার নেতা, সাতজন বীরশ্রেষ্ঠ ও জেনারেল এম.এ.জি ওসমানীর নামে বিভিন্ন কক্ষের নামকরন ফলক উম্মোচন করেন।












