চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিষদের অস্থায়ী কার্যালয়ে পূজামন্ডপ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে গতকাল বুধবার শাড়ি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম।
প্রধান অতিথি বলেন, বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির এক অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই যার যার ধর্ম নিরাপদে পালন করছে। তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রাত্যহিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। তিনি আরো বলেন, এ সরকারের আমলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান। এসয় উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, কাজী আব্দুল ওহাব, আবুল কাশেম চিশতী, দিলোয়ারা ইউসুফ, আ ম ম দিলশাদ, এইচ এম আলী আবরাহা দুলাল, ফারহানা আফরিন জিনিয়া, রওশন আরা রত্না, রিয়াজুর রহমান চৌধুরী, এস এম আমজাদ হোসেন । প্রেস বিজ্ঞপ্তি।












