বর্তমান প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়তে মা-বাবার ভূমিকা অপরিসীম

মা সমাবেশে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, একটি জাতি মেধাবী না হলে সে দেশ কোনোদিন এগিয়ে যেতে পারে না। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে পিতামাতার ভূমিকা অপরিসীম। তিনি গত মঙ্গলবার দুপুরে জঙ্গলখাইন ইউনিয়নে মা সমাবেশ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, প্রতিটি বৃক্ষ যেন এক একটি জীবন বীমা। তাই সবারই উচিত কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করা। সে বৃক্ষ বড় হলে আপনাদের মেয়ের বিয়েসহ পরিবারের কাজে লাগবে। একটি বৃক্ষ আপনাকে শুধু ফল দিচ্ছে না, দিচ্ছে বিনামূল্যে অক্সিজেন, বিশুদ্ধ বাতাস ছায়াসহ আরো অনেক কিছু।

ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ইউনিয়ন আ. লীগের সভাপতি অসিত বড়ুয়া, সাধারণ সম্পাদক মর্তুজা কামাল মুন্সি, বাংলাদেশ ডাক কর্মচারী এসোশিয়েশনের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, শফিকুল মন্নান চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকবি মালেক মুস্তাকিমের কবিতা নিয়ে উচ্চারকের আয়োজন
পরবর্তী নিবন্ধশোক দিবস পালনে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ