কয়েকদিন আগেও খেলোয়াড় সাকিব আল হাসানের আলাদা একটা পরিচয় ছিল। তিনি ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীদের অন্যান্য নেতাদের মতো সাকিবও আছেন তোপের মুখে। সাকিব অবশ্য এই পরিস্থিতিতে দেশে আসার ঝুঁকি নেননি। কানাডার টি–টোয়েন্টি লিগ খেলে সরাসরিই চলে গেছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। আজ বুধবার থেকে শুরু সিরিজের প্রথম টেস্টে তার মাঠে নামারও কথা। রাজনৈতিক দলের ওপর দিয়ে এত ঝড়ঝাপ্টা গেছে, সাকিবের মনের ওপরও যাওয়ার কথা। যার প্রভাব পড়তে পারে পারফরম্যান্সে। গত কয়েক দিনের রাজনৈতিক পট পরিবর্তন সাকিবের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে অধিনায়ক নাজমুল হোসান শান্ত অবশ্য বলেন না । আমার তেমন মনে হয় না। কারণ তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি। শান্ত বরং মনে করেন, সাকিব এবার বিশেষ কিছু করে দেখাবেন। বাংলাদেশ অধিনায়ক বলেন দীর্ঘদিন ধরে তিনি খেলে আসছেন। নিজের দায়িত্বটা জানেন। কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয় সেটিও জানেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছুই করবেন। দেশে গত কয়েকদিনের পরিস্থিতি নিয়ে শান্ত বলেন গত বেশ কয়েকদিন আমাদের খুবই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই খুবই ভুগেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ অধিনায়ক বলেন তবে সার্বিকভাবে যে পরিস্থিতি ছিল, প্রতিটি পরিবারের জন্য, প্রত্যেক মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। আর ক্রিকেটার হিসেবে আমরা চাই যে আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলতে পারি। এটাই আশা করছি।