এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে নগরীর কারিতাস আঞ্চলিক কার্যালয়ে গত ২৯ সেপ্টেম্বর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন এডাব নির্বাহী কমিটির সদস্য মো. নাছির উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুস সালাম, এডাব কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য এস.এম নাজের হোসাইন, ইপসার নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান, বনফুল সমাজ কল্যানমূলক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, মমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ এবং এডাবের পরিচালক একেএম জসীম উদ্দীন।
এডাবের কর্মসূচি পরিচালক কাউসার আলম কনকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কঙবাজার ও জেলা কমিটির সভাপতি, সহ–সভাপতি, সদস্য সচিব ও প্রতিনিধিগণ তাঁদের বক্তব্য তুলে ধরেন। এডাবের পরিচালক জসীম উদ্দীন বলেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এনজিওদের সতর্কতার সাথে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যেতে হবে, যাতে কোন প্রকার বিধি–নিষেধের মধ্যে পড়তে না হয়। প্রেস বিজ্ঞপ্তি