বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত

| বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৩২ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাঙামাটি মডেল স্কুল অ্যান্ড কলেজে এনজিও সংস্থা (যোগাযোগের) উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হল গ্যালারিতে শিক্ষার্থীদের উপস্থিতিতে হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে হযরত মোহাম্মদ (সা.)- এর জীবন, কর্ম, শিক্ষা, ইসলামে শান্তির বাণী বিষয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রাঙামাটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম এ তোফায়েল আহমেদ। প্রধান বক্তা ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সেক্রেটারি আনোয়ারুল হক। প্রধান অতিথি সাংবাদিক এস এম কামরুল ইসলাম বলেন, মহানবী (সা.) সকলের জন্য এক উত্তম আদর্শ ছিলেন। ধর্মীয় জ্ঞানের প্রচারের মাধ্যমে সবার জন্য ভ্রাতৃত্ব ভালোবাসা নিয়ে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী মুহাম্মদ জিল্লুর রহমান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাসান আরমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোয়ালপাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গাঁজা-ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধসাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি মিলল হরিণের শিং, চামড়া