বর্ণমালা

নূর নাহার নিপা | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

একুশ আমার বর্ণমালা

মায়ের শেখা বুলি ,

ভালোবাসার প্রাণ ছোঁয়ালো

বাংলা বর্ণগুলি।

 

খুঁজে দেখি বিশ্বজুড়ে

জাগছে আমার ভাষা,

হচ্ছে লেখা ইতিহাসে

শহিদ ভাইয়ের আশা।

 

ত্যাগের জন্য স্মরণ করি

শহিদ ভাইয়ের স্মৃতি ,

ভাষার জন্য কবি লেখেন

করুন সুরের গীতি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি হত্যার জন্য হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে
পরবর্তী নিবন্ধএকুশে ফেব্রুয়ারি