বর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় নাট্যাচার্য সেলিম আল দীনের পাঁচালি নাটক ‘প্রাচ্যে’র নির্বাকরূপ (মাইমোড্রামা) মঞ্চস্থ হয়েছে। গত ১১ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে মঞ্চায়নের আয়োজন করা হয়। বেহুলালক্ষিন্দরের বিপরীত কাহিনী ‘প্রাচ্যে’র সয়ফরনোলকের আখ্যান। বাসর রাতে নোলক সর্প দংশনে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওঝাবিষবৈধ্য ডেকেও তাকে আর বাঁচানো যায় না। এদিকে সয়ফর সাপের সন্ধানে স্বর্গমত্য একাকার করে ফেলে। একসময় সয়ফর সাপের সন্ধান পায় কিন্তু বাধা হয়ে দাড়ায় বুড়ো দাদি। এই সাপ বাস্তুসাপ, ঘরের লক্ষ্মী, বাড়ি পাহাড়া দেয়তাকে মারতে হয় না। ঋণের দায়ে জর্জরিত সয়ফর জমি বন্ধকের টাকায় বউ ঘরে আনে। জমি আর বউ হারিয়ে এখন তার আশাআকাঙ্ক্ষা আর বেঁচে থাকা সবই দরিদ্রের দুষ্ট চক্রে বন্দী হয়ে পড়ে। আড়াই ঘন্টার নাটকটিকে ৩৫ মিনিটে উপস্থাপন বেশ চ্যালেঞ্জিং। নির্বাকতার মাঝে কয়েকটি দৃশ্যে বর্ণনাত্মক রীতির অনুসরণ করা হয়।

প্রাচ্য’ নাটকটির নির্বাকরূপ ও নির্দেশনা দিয়েছেন রিজোয়ান রাজন। আবহ সঙ্গীতে শিমুল ইউসুফ, রাজ ঘোষ ও শাকুর শাহরিয়ার, আবহ প্রক্ষেপণে জান্নাতুল পিংকি, আলোক পরিকল্পনায় মো. মুরাদ হাসান, পোশাক পরিকল্পনায় তামিমা সুলতানা ও কোরিওগ্রাফিতে সাজেদা সাজু। অভিনয়ে রাজন, সাজু, দীপান্বিতা চৌধুরী, সায়েম উদ্দিন ও মেজবাহ চৌধুরী। প্রদর্শনীর পূর্বে সমপ্রতি যুক্তরাজ্য থেকে আসা মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের সাথে চট্টগ্রামের মূকাভিনয়শিল্পীরা প্রাণবন্ত আড্ডার আয়োজন করে। আড্ডার ফাঁকে রিজোয়ান রাজন দেশবিদেশের মূকাভিনয়ের গতি প্রকৃতি ও ভবিষ্যত মূকাভিনয় চর্চা নিয়ে নির্মোহ আলোচনা করেন। আয়োজনের শুরুতে শহরের পরিচিতমুখ সমাজসেবক হাসান মারুফ রুমি শুভেচ্ছা বক্তব্য রাখেন। দ্বিতীয়া বিশ্বাস গান ও আঁখি আক্তার আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেজবাহ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস : কার হাতে কোন পুরস্কার
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৭৯ কোটি টাকা