বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক ব্যবহার রোধে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন

এক টাকায় বৃক্ষরোপণ-এর উদ্যোগ

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

পরিবেশ সুরক্ষায় যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক ব্যবহার রোধে ১টাকায় বৃক্ষরোপণের আয়োজনে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন গত ৩১ ডিসেম্বর নগরীর লালখান বাজার বাটালী হিলে অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশবাদী সংগঠন ১টাকায় বৃক্ষরোপণের স্বেচ্ছাসেবকেরা ব্যাটারি হিলের আশপাশ ও পুরো সিঁড়ি পরিষ্কার করেন।

সংগঠনটির সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, বাংলাদেশে শহরগুলোতে দৈনিক প্রায় ৩০,০০০ টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যার ১০% প্লাস্টিকের বর্জ্য অর্থাৎ ৩০০০ টন প্লাস্টিকজাত বর্জ্য উৎপন্ন হয়।এর সেকিভাগও রিসাইকেলিং হয় না। বরং এর ২৫% সরাসরি সমুদ্র, নদী, নালা, খালে পতিত হচ্ছে। আমাদের নদী, সমুদ্র রক্ষায় যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার দরকার। তিনি আরও বলেন, ব্যাটারি হিল নগরীর মনোরম একটি জায়গা। এখানে মানুষ বিকেলে ঘুরতে আসে। আমরা এই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে মানুষকে বার্তা দিতে চাই যে আগামীতে যাতে মানুষ যত্রতত্র পলিথিন প্লাস্টিকের বর্জ্য না ফেলে। পরিবেশ রক্ষায় আমাদের ক্লিনিং ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রেলওয়ের সতর্কতা
পরবর্তী নিবন্ধসিভাসুর বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের যাত্রা শুরু