বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা দূর করা হোক

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

চসিক কর্তৃক গৃহীত পদক্ষেপ ক্লিন সিটি বাস্তবায়নের প্রধান অন্তরায় ‘বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা’। সঠিক সময়ে বাসাবাড়ি, দোকানের আবর্জনা সংগ্রহে অবহেলা স্পষ্ট প্রতীয়মান। বিভিন্ন স্থানে চসিক কর্তৃক প্লাষ্টিকের বিন স্থাপন করা হলেও তা অপর্যাপ্ত। রাস্তাঘাটে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ফলে আবর্জনার দুর্গন্ধ ও কুকুরের উৎপাতে সাধারণ জনগণ অতিষ্ঠ। এসব কার্যক্রমের দরুন মানুষের বিভিন্ন রোগের শিকার হচ্ছেন।

চসিক মেয়রের নিকট বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ গ্রহণ করে জনগণের প্রতি ক্লিন সিটি গড়ার যে প্রত্যয় ও স্বপ্ন দেখানো হয়েছিলো তা বাস্তবায়ন করা হবে বলে আশা রাখছি।

ইকরাম আকাশ

ফার্মেসী টেকনিশিয়ান, আগ্রাবাদ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমরমী ও গণমানুষের কবি রমেশ শীল