বর্জ্য নিয়ে মানুষ সচেতন হলে জলাবদ্ধতা রোধ করা সম্ভব : মেয়র

| সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বর্জ্য নিয়ে মানুষ সচেতন হলে জলাবদ্ধতা রোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল রোববার অতি ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ফুড প্যাকেজ বিতরণকালে মেয়র রেজাউল বলেন, বর্জ্য নিয়ে মানুষ সচেতন হলে জলাবদ্ধতা রোধ করা সম্ভব।

ঘরের সামনে আপনারা বর্জ্য সমূহ সংরক্ষণ করলে আমাদের সেবকরা গিয়ে তা সংগ্রহ করবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে ও গ্রামীণফোনের সহযোগিতায় ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, চাকতাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুর রহিম আঁকন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপৃথক দুই মামলায় বন্ধকী সম্পত্তিতে রিসিভার নিয়োগ আদালতের
পরবর্তী নিবন্ধচারটি কন্টেনার স্ক্যানার স্থাপন প্রক্রিয়া ঝুলে আছে