বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বিনামূল্যে প্রয়োজনীয় ভূূমির সংস্থানে কার্যক্রম শুরু করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত সোমবার স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখা থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে চসিক প্রকল্পটি বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) ৬ দশমিক ০২ একর ভূমি প্রদানে সম্মতি দিয়েছিল। কিন্তু তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে বিউবো। বিষয়টি গত ১১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানায় বিউবো। এর প্রেক্ষিতে চসিককে প্রয়োজনীয় ভূমি সংস্থান করতে বলে মন্ত্রণালয়।
এ সংক্রান্ত নির্দেশনাপত্রে বলা হয়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত প্রধানমন্ত্রীর অনুমোদিত সার-সংক্ষেপ অনুযায়ী, সিটি কর্পোরেশন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জমির সংস্থান এবং নিয়মিত বর্জ্য সরবরাহ করবে। বিষয়টি উল্লেখ আছে। এর আলোকে অন্যান্য সিটি কর্পোরেশন জমি সংস্থানের নিশ্চয়তা প্রদান করেছে।
এ প্রসঙ্গে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ আজাদীকে বলেন, বিষয়গুলো আমার দপ্তর দেখভাল করে না। পরে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।
চসিক সূত্রে জানা গেছে, ২০১৫ সালে চট্টগ্রামসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে নগরে ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে ২০১৮ সালের ২১ অক্টোবর চসিকের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পরবর্তীতে দুই দফা দরপত্র আহ্বান করলেও প্ল্যান্ট নির্মাণে কোনো প্রতিষ্ঠান সাড়া দেয়নি। ফলে উদ্যোগটি আটকে যায়। এর দীর্ঘদিন পর প্রকল্পটির জন্য নতুন করে জমি সংস্থানের কথা জানায় মন্ত্রণালয়।