বর্জ্য জমা দিয়ে স্কুল শিক্ষার্থীরা পেল ৫০ হাজার টাকা পুরস্কার

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

বর্জ্যমুক্ত উপজেলা গড়ার অঙ্গীকারে রাউজান আর আর এসি সরকারি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুলের আসা যাওয়ার পথে পড়ে থাকা অপঁচনশীল বর্জ্য কুড়িয়ে পৌর মেয়রের কাছ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। গতকাল রোববার মেয়র স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সংগ্রহ করার ১৪৭ বস্তা বর্জ্য গ্রহন করে শিক্ষার্থীদের জন্য এই পুরস্কারের টাকা স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমদের হাতে হস্তান্তর করেন। জানা যায় গত প্রায় এক মাস থেকে শিক্ষার্থীরা স্কুলে আসার পথে থলে করে এসব কুড়ানো বর্জ্য স্কুলের পাশে জমা রেখেছিল। গতকাল এগুলো বস্তাভর্তি করে পৌর মেয়রের হাতে হস্তান্তর করা হয়। এ সময় স্কুলের শিক্ষার্থীদের এক সমাবেশে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী আমাদের এই উপজেলাকে গ্রীণ,পিংক,ক্লিন উপজেলা হিসাবে ঘোষনা দিয়েছেন। তার ঘোষনা দেয়া এই উপাধি যুগে যুগে সম্মুনত রাখতে আমাদেরকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ। সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনিরুজ্জামান চৌধুরী, শিক্ষক মো. ইলিয়াছ, বিপ্লব চৌধুরী, জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন আবু ছালেক, নাছির উদ্দিন, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমান প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধযুবদল নেতা আবু তালেবের পরিবারকে আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধচুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন