বরের হাত ধোয়ানোর বিনিময়ে বকশিস নেওয়াকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সেই সঙ্গে পণ্ড হয়ে গেছে বিয়ে। গত রোববার বিকালে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের দেবিদ্বার ও মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন তারা। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। স্থানীয়রা জানান, বর ও কনেপক্ষ ঘনিষ্ঠ আত্মীয়। রোববার উভয় পক্ষের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়।
দুপুরের পর বরযাত্রী কনের বাড়িতে গেলে গেটের সালামি নিয়ে প্রথমে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। পরে খাওয়ার এক পর্যায়ে বরপক্ষকে পরিমাণে কম খাবার দেওয়ায় এবং বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে আবারও দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই পক্ষ হাতাহাতি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বরপক্ষের ১৫ থেকে ২০ জন ও কনেপক্ষের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের কারণে বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান বরযাত্রী।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, বর ও কনেপক্ষের সংঘর্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।