পঞ্চান্ন বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে আলোচিত বেলায়েত শেখ অবশেষে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাফল্য পেয়েছেন। গতকাল সোমবার সকালে এ শিক্ষালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। এমসিকিউ পদ্ধতির এ ভর্তি পরীক্ষার ফল দুপুরেই প্রকাশ করা হয়, যাতে ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন বেলায়েত। মায়ের ‘অনুমতি’ আর বিশ্ববিদ্যালয়ে ‘আর্থিক ছাড়’ মিললে সেখানেই ভর্তি হবেন বলে তিনি জানিয়েছেন। গাজীপুরের সন্তান বেলায়েত শেখ বলেন, ভর্তি পরীক্ষায় পাস করেছি, ভর্তি হওয়ার ইচ্ছা আছে। তবে এতদূর পড়তে হলে মায়ের অনুমতি নেওয়া লাগবে। মা অনুমতি দিলে এবং কর্তৃপক্ষ ছাড় দিলে এখানে ভর্তি হব। খবর বিডিনিউজের।












