বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

| শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

দেশের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বাদ জুমা রাজধানী উত্তরার একটি মসজিদে শর্মিলী আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর বনানী কবরস্থানে স্বামী রকিবউদ্দিন আহমেদের কবরে শর্মিলী আহমেদকে সমাহিত করা হয় বলে জানিয়েছেন অভিনেত্রীর বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি। এর আগে শর্মিলী আহমেদের মরদেহ তার উত্তরার ১১ নম্বর সেক্টরের বাসায় রাখা হয়।
শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে নায়িকা হিসেবে তিনি নাম কামিয়েছেন সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায়। কিছু উর্দু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। খবর বাংলানিউজের।
স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ সিনেমাতেও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’, ইত্যাদি সিনেমায় অভিনয় করেন। ‘আগুন’ সিনেমায় প্রথম তিনি বয়সী মায়ের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঈদুল আজহায় বিটিভিতে ৩ পর্বের বিশেষ সিসিমপুর
পরবর্তী নিবন্ধবাবা হারালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী.