আনোয়ারা উপজেলার বরুমচড়া গাউছিয়া মুঈনুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক সালানা জলসা ও প্রতিষ্ঠাতা মাওলানা ইসমাইল হোসেন চিশতী স্মরণে সভা গত সোমবার মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা সুপার আব্দুল কাদের মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, মো. আলী হোসেন আরিফ। প্রধান বক্তা ছিলেন মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন মহি উদ্দিন হাশেমী,আবুল হাশেম আনোয়ারী,আবদুর রহিম আনোয়ারী, বদিউল আলম জিহাদী ও নুরুল আবছার তালুকদার।