আনোয়ারা উপজেলার বরুমচড়া বড়পীর আবদুল কাদের জিলানী সুন্নিয়া মডেল মহিলা দাখিল মাদরাসাতে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ জসিম উদ্দীন আমজাদীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি গতকাল শুক্রবার সকালে মাদরাসার হলরুমে আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার সুপার নুর মুহাম্মদ, সভাপতিত্ব করেন বারখাইন জামেয়া জমহুরিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল খালেক শওকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুল আজিম, শিক্ষক জান্নাতুল ফেরদৌস রুমা, ও উত্তর বরুমচড়া নুরানি জামে মসজিদের খতিব মুফতি আবদুল মজিদ। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা আবদুল খালেক মেম্বার, শাহাদত হোসেন সওদাগর, অধ্যাপক মোরশেদ, আবু বকর মিন্টু, মুহাম্মদ মুরশেদ, রকিব হাসান ছোটন, মুহাম্মদ আজম, বেলাল হোসেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে মাদরাসার প্রতিষ্ঠাতার ১০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীরা হাতের লেখা দেউলিকা প্রকাশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। পুরস্কার বিতরণ এবং শীতবস্ত্র হস্তান্তরের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।












