বরুমচড়া ইউপি কার্যালয়ে আগুন

গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুনে পুড়ে ডিজিটাল সেন্টারসহ ইউনিয়ন পরিষদের সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ইউপি চেয়ারম্যান শাহাদাত চৌধুরীর দাবি, শুক্রবার ভোর রাতে কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়ে এ ঘটনা ঘটায়। তবে পুলিশ বলেছে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। গতকাল শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে স্থানীয় বরুমচড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বরুমচড়া ইউপির অস্থায়ী কার্যালয়ে ভোর ৪টার পর মসজিদের মুসল্লিরা আগুন দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। পরবর্তীতে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সক্ষম হলেও তার আগে ডিজিটাল সেন্টারসহ অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে যায়।
ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী জানান, আগুনে পরিষদের ডিজিটাল সেন্টার, ইউপি সচিবের কার্যালয়ের সব নথিপত্র, ফটোস্ট্যাট মেশিন, প্রিন্টার, সোলার প্যানেল, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ বহু গুরুত্বপূর্ণ কাগজ-পত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম জানান, বরুমচড়া ইউপি অস্থায়ী কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। চেয়ারম্যানের দাবি দুর্বৃত্তরা নাশকতামূলক আগুন দিয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধএকসঙ্গে তিন কন্যা
পরবর্তী নিবন্ধতৃতীয় সাবমেরিন ক্যাবল বাস্তবায়নে চুক্তি