আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের (৪,৫,৬ ও ৭ নং) ওয়ার্ডের ত্রি বার্ষিক সম্মেলন গত শনিবার বরুমচড়া সওদাগর দিঘী পাড় ও নলদিয়া এলাকায় অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মাদ জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাহাব উদ্দীন হেলাল, সোহেল সিকদার, আজাদ সিকদার, নুরুল আবছার তালুকদার, আলী আকবর, মহিদ্দিন আলমগীর টিটু, শাহাজান আলম টিপু, আবু তাহের।
প্রধান অতিথি বলেন,ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র পরামর্শে কেন্দ্রীয় দিক নির্দেশনার আলোকে উপজেলা আওয়ামীলীগের সহযোগিতায় ও ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।