বরুমচড়া বড়পীর সুন্নিয়া মহিলা দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণী

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

আনোয়ারার বরুমচড়া বড়পীর আবদুল কাদের জিলানী (রহঃ) সুন্নিয়া মডেল মহিলা দাখিলের (হেফজখানা ও এতিমখানা) ৯ম বার্ষিক পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় মাদ্রাসার মাঠে এ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার নুর মুহাম্মদ কাদেরির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনসার।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজকর্মী আবদুল আজিম।

বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম.নুরুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মেম্বার, উত্তর বরুমচড়া নুরানি জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবদুল মজিদ, ইঞ্জিনিয়া নুরুল আবছার, সিরাজুল ইসলাম, জফির উদ্দীন, মাহমুদুল হক, হারুনুর রশিদ, মুহাম্মদ মোরশেদ, শাহাদত হোসেন, বেলাল হোসেন, অধ্যাপক মুহাম্মদ মোরশেদ, মঞ্জুর আলম, ব্যাংকার আবু বকর মিন্টু, ব্যাংকার আবু সামা, মাওলানা হাফেজ মুনির, মোজাম্মেল হক সওদাগর, জসিম উদ্দীন সওদাগর, রকিব হাসান ছোটন, প্রবাসী আবসার নুর, মিন্টু প্রমুখ। আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআজ সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে মাটিভর্তি ২ ডাম্পার জব্দ