বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার করেছ র্যাব। বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নেওয়ার পর গতকাল রোববার সকালে লঞ্চে করে ঢাকায় ফেরেন সুলতানা। ঢাকা সদরঘাট থেকে গাড়িতে করে গুলশানের বাসার দিকে রওনা হওয়ার পর র্যাব-৩ এর একটি দল তাকে আটক করে। খবর বিডিনিউজের।
পল্টন থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া বলেন, সুলতানা আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর নামে আজেবাজে মন্তব্য করছেন। একজন নাগরিক ক্ষুদ্ধ হয়ে মামলাটি করেছেন। র্যাব-৩ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। ওই মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে সুলতানা আহমেদেকে দুই দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম গতকাল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ থেকে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই শওকত আহমেদ রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে সুলতানার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
সুলতানার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগ আনা হয়েছে সেখানে। শুনানিতে মাসুদ আহমেদ তালুকদার বলেন, এ ফেইসবুক অ্যাকাউন্ট কার তা এখনও নির্ণিত হয়নি। তাছাড়া যে সব কথা বলা হয়েছে, তা মোটেও উসকানিমূলক নয়।
দেশের সব মানুষ এই একই কথা বলে, তাই বলে কি সবার বিরুদ্ধে সরকার মামলা করতে পারবে? তা সম্ভব না। এ মামলাটি অসহিষ্ণুতার ফল। শুনানি শেষ বিচারক শহিদুল ইসলাম বিএনপির সহযোগী সংগঠনের এই নেত্রীকে দুদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দেন।