বরিশাল থেকে অপহৃত স্কুলছাত্রী মীরসরাইয়ে উদ্ধার

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

অপহরণের আটদিন পর বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি বেল্লাল মৃধা ওরফে বেল্লাল চৌকিদার (২০), তার মা জহুরা বেগম (৪৫), বোন শারমিন আক্তারকে (২৪) আটক করা হয়। গতকাল বুধবার ভোর ৪ টার দিকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার পরাগলপুর থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. শাহ্‌জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পরাগলপুর এলাকার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন আসামিকে কারাগারে প্রেরণ করে। একই সাথে বরিশাল মেবাচিম হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার নির্দেশও দেন।
জানা যায়, গত ২৯ নভেম্বর সকালে ওই ছাত্রী নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে উপজেলার কমলাপুর গ্রামের বেল্লাল মৃধা প্রেমের দাবিতে কিশোরীকে উঠিয়ে নিয়ে আসে। এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে ১ ডিসেম্বর সকালে গৌরনদী থানায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এই বিষয়ে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন, আমরা শুধুমাত্র বরিশাল থেকে আসা পুলিশ দলকে সাহায্য করেছি। অবশিষ্ট আইনগত বিষয় তাদের এখতিয়ারাধিন।

পূর্ববর্তী নিবন্ধশিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস্‌ এসো’র নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধমহেশখালীতে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার