বরিশালের উইকেট কিপার শান্ত

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

আনুষ্ঠানিক খেলোয়াড় তালিকায় নাজমুল হোসেন শান্তর পাশে লেখা ‘উইকেটকিপার।’ ফরচুন বরিশাল যখন মাঠে নামল বোলিং ইনিংসে, শান্তকে সত্যিই দেখা গেল কিপিং প্যাড পায়ে, হাতে কিপিং গ্লাভস। ব্যাটার শান্তকে তো সবাই চেনে। অফ স্পিনার শান্তকেও দেখা যায় মাঝেমধ্যে। এবার দেখা মিলল কিপার শান্ত। বিপিএলে মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে কিপারব্যাটসম্যান হিসেবে খেলছেন জাতীয় দলের অধিনায়ক। আনুষ্ঠানিকভাবে কারণ দল থেকে এখনও বলা না হলেও বুঝে নিতে সমস্যা হওয়ার কারণ নেই। ঢাকা পর্বের শেষ ম্যাচে চোট পাওয়া মুশফিকুর রহিম সিলেট পর্বের প্রথম ম্যাচে কিপিং করতে পারেননি। একাদশে ছিলেন তিনি শুধু ব্যাটার হিসেবে। ওই ম্যাচের একাদশে রাখা হয় কিপার প্রিতম কুমারকে। একজন কিপারকে জায়গা দিতে সেদিন একাদশের বাইরে থাকতে হয় শান্তকে। দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে ব্যাটিংয়ে ওপেন করেও সুযোগ কাজে লাগাতে পারেননি প্রিতম। এই ম্যাচ তাই ব্যাটার শান্তকে ফিরে পাওয়ার কৌশলে তাকে কিপারও বানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিপার হিসেবে কোনো ম্যাচ তিনি শুরু করেননি। অনূর্ধ্ব১৯ দলেও দেশের হয়ে সাদা বা লাল বলের কোনো ম্যাচে কিপার হিসেবে খেলেননি তিনি। টিটোয়েন্টি ক্রিকেটে আগের ১৬৯ ম্যাচেও এই অভিজ্ঞতা তার ছিল না। কোনো ম্যাচ চলার সময় কখনও কিপিং করে থাকতে পারেন অবশ্য।

পূর্ববর্তী নিবন্ধজনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই পরিপূর্ণ সংস্কার হবে
পরবর্তী নিবন্ধনিজেদের ভেন্যুতেও হেরেই চলেছে সিলেট