বরিশালকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের

নারী টি-২০ জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

নারী টি২০ জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। গতকাল রোববার সাভারের বিকেএসপি মাঠে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বিভাগকে ২৯ রানে হারায় চট্টগ্রাম বিভাগ। এর আগের দিন চট্টগ্রামের কাছে কুপোকাত হয় ঢাকা। গতকাল দ্বিতীয় ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাটিং নেন চট্টগ্রামে অধিনায়ক ফাহিমা খাতুন। চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে খেলে ৬ উইকেটে ৯৪ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ রান আসে অধিনায়ক ফাহিমার ব্যাট থেকে। জাতীয় দলের এই তারকা ৩৯ বলে ১টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে অপরাজিত ৪৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে ওপেনার একা মল্লিকের ব্যাট থেকে। ২টি চারের সাহায্যে ২৩ বলে তিনি ঐ রান করেন। অন্যদের মধ্যে ওপেনার রুবাইয়া ঝিলিক ৯,তাজ নেহার ২, সানদিহা ইসলাম ৬,লিমা খাতুন ৯ রান করেন। মুমতা হেনা ৭ রান করে অপরাজিত থাকেন। বরিশালের পক্ষে ফাতিমা আকতার ২টি এবং সুলতানা খাতুন ও আশরাফি ইয়াসমিন ১টি করে উইকেট পান। জবাব দিতে নেমে বরিশাল মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেললেও মাত্র ৬৫ রান করে অলআউট হয়ে যায় বরিশাল। ওপেনার সুমি (১৩) দলের হয়ে একমাত্র দুই অংকে পৌঁছাতে সক্ষম হন। তিনি ৩২ বলে খেলেন।

চট্টগ্রাম বিভাগের ফাতেমা জাহান ও লিমা খাতুন প্রত্যেকে ৯ রান দিয়ে নেন দুটি করে উইকেট। এছাড়া হাবিবা পিংকি, সানদিহা ইসলাম এবং ফাহিমা খাতুন প্রত্যেকে ১টি করে উইকেট পান। খেলায় অলরাউন্ড নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম বিভাগের ক্যাপ্টেন ফাহিমা। তাদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন ম্যাচ রেফারি আসিফ হোসেন দিদার। পরের ম্যাচে মঙ্গলবার রাজশাহী বিভাগের মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধচার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
পরবর্তী নিবন্ধন্যায্য এবং অনিবার্য যে কারণে