বিপিএলে সাকিব আল হাসান কখনও বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলেননি। তবে প্রথমবার বরিশাল দলে আসা সাকিবের চাওয়া, বরিশালবাসীকে প্রথম বিপিএল ট্রফি উপহার দেওয়া। বরিশাল দলের এক ভিডিও বার্তায় তিনি নিজে আশ্বাস দিলেন, স্বপ্ন পূরণে নিজেদের উজাড় করে দেবেন। ‘আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। চেষ্টা থাকবে সর্বোচ্চ, আমাদের দলের পক্ষ থেকে যেন বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি।’ দলের নেতৃত্বের ভার থাকছে সাকিবের কাঁধেই। প্লেয়ার্স ড্রাফট থেকে শুরু করে দল গোছানোয় তার ভূমিকাও ছিল বলে জানা যায়। সব মিলিয়ে নিজেদের দলকে বেশ ভারসাম্য পূর্ণ মনে করছেন সাকিব। ‘দল নিয়ে আমি খুবই খুশি। আমার মনে হয়, ব্যালান্সড একটি দল হয়েছে। প্রতিটি দলই আসলে ভালো। আমাদের মাঠে ভালো পারফর্ম করতে হবে। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’ তবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এবার বরিশালের কোচ হিসেবে থাকছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। সহকারী কোচ দুই সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স ও আশিকুর রহমান মজুমদার। ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন দেশের খ্যাতিমান কোচ নাজমুল আবেদীন।












