বর্ষার আগমন উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘বরষার প্রথম দিনে’ গত মঙ্গলবার টিভির বহিরাঙ্গনে ধারণ করা হয়। ‘বধূ এমনও বাদলে তুমি কোথা’ অতুল প্রসাদ সেনের লেখা ও সুর করা এই গানটি গেয়েছেন শিল্পী নিপা ভট্টাচার্য্য।
‘বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে’ গানটি পরিবেশন করেন শিল্পী আনিকা তাসনিম মরমী।
বাদল দিনে কবিতাটি ডুয়েট আবৃত্তি করেন মুজাহিদুল ইসলাম ও তারমিন পুষ্পা। বর্ষার কবিতা নিয়ে বৃন্দ আবৃত্তি করে প্রমা আবৃত্তি সংগঠন। বর্ষা ঋতু নিয়ে আলোকপাত করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রাশেদ রউফ।
‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন রাজশ্রী ও তার দল। সাথে ছিল রম্য নাটিকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মীম। প্রযোজনা করেছেন মো. ইয়াদ আহমেদ। তত্ত্বাবধান করেন প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীন। সার্বিক তত্ত্বাবধান করেন বিটিভি চট্টগ্রামের জিএম নিতাই কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানটি শীঘ্রই দেখা যাবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায়।