বরমায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

| শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত বুধবার সম্পন্ন হয়। বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং বরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। উদ্বোধক ছিলেন ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি ও বরমা ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান চৌধুরী, ৪-৫ ও ৬ ওয়ার্ডের মহিলা সদস্য শামসুননাহার ও সমাজসেবক ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরমা উন্নতমান সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আখতার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম, গৌরী দত্ত, ছফির উল্লাহ, নুরুল ইসলাম, মাহবুবর রহমান চৌধুরী, জালাল উদ্দীন, অভিলাষ মজুমদার, মফিজুল আলম প্রমুখ।
অনুষ্ঠানমালায় বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাজুরী আলতাফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেবন্দী-চরবরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কেশুয়া হাজী আবদুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেশুয়া বীর মুক্তিযোদ্ধা দেলওয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়। এতে ১১টি ইভেন্টে ২টি শাখায় ৬৬টি পুরস্কার প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনারী রেফারি থাকবে কাতার বিশ্বকাপে
পরবর্তী নিবন্ধমোস্তাফিজকে টেস্টে ফেরাতে চায় বিসিবি