বরমায় আবদুস সবুর খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার বরমায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ২য় বারের মতো আয়োজিত শর্টপিচ ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাইগাতা হিলফুল ফুজুল ক্রিকেট একাদশ কাজী বাড়ি ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাউন্ডেশনের সভাপতি জাহেদ হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক এনামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবির। উদ্বোধক ছিলেন স্থানীয় সমাজসেবক সাহিল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আমিনুল হক রাসেদ, জালাল উদ্দিন সাঈদ, এম তানভীর হোসাইন, মোহাম্মদ শাকিল মাহমুদ, আবুল মজিদ, মুহাম্মদ সালাউদ্দিন কাদের, নুরুল হক সেলিম, নুরুন্নবী খোকন, ফরহাদুল ইসলাম টিপু, মঈনুদ্দীন মানিক, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। পরে বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরামু সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ের পাহাড়িকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত